Tuesday, December 18, 2012

যে কোন Slow ইন্টারনেটে YOUTUBE ভিডিও চালান কোন Buffering ছাড়া।

আমরা অনেকে Internet  speed কম থাকার কারনে youtube এর ভিডিও দেখতে পারিনা। Buffering হয়। আমি আজ আপনাদের শেখাবো কি করে Buffering ছাড়া youtube এর ভিডিও দেখবেন।
এরজন্য আপনাদের দুটি মিডিয়া প্লেয়ার লাগবে।
1. VLC Media Player
2. WINAMP
VLC Media Player ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
 নতুন ভার্সন থাকলে ভাল হয়। না থাকলে পুরনো দিয়ে চেস্টা করতে পারেন।
প্রথমে Winamp খুলুন।
1. Browser  এ click করুন।
2. এরপর address bar এ m.youtube.com লিখে enter চাপুন।
3. তারপর মোবাইল ভার্সন এ যদি না আসে তাহলে MOBILE এ ক্লিক করুন নিচের ছবি মত।


4. তারপর পছন্দ মত ভিডিও পেতে সার্চ বক্সে লিখে "Search" এ ক্লিক করুন।


 5. এরপর পছন্দের ভিডিও তে ক্লিক করে "watch video" তে মাউস এর right ক্লিক করে "copy shotcut" এ ক্লিক করুন।


 এবার VLC Media Player খুলে File এ ক্লিক করুন open এ "control" + "v" চাপুন (যেটি paste এর shortcut কম্যান্ড )। তারপর "play" চাপুন। ব্যাস !!


 VLC এর পর্দা ছোট করে নিন তাহলে দেখে মজা পাবেন।

Monday, March 12, 2012

Movie download ও দেখার নানা জটিলতা ও সমধান

INTERNET থেকে প্রথম প্রথম সিনেমা download করে দেখতে যে সমস্যাগুলো হয় তার সমধানগুলো আমি এইখানে দিচ্ছি ।আমি জানি অনেকই এই বিষয়গুলো সম্পরকে জানে ।তবুও নুতনদের জন্য আমি এই টিউনটি করলাম ।আমার এই টিউন দিয়ে একজন উপকৃ্ত হইলেও আমার টিউনটি সফল হবে ।আমি movie এর website সম্পরকে আপনেদের কিছু বলব না কারন আপনারা এ সম্পরকে সবাই কম বেশি জানেন ।তবে  আপনেরা এই সাইট এ visit করতে পারেন ।  এখানে  কোন hindi বা english movie এর request করতে হয় ।এখানে  কোন hindi বা english movie এর request করলে 48 hour এর মধ্যে reply পাবেন ।
আমরা প্রায় সকলে মুভি ছোট ছোট part করে download করে থাকি । download এর সুবিধার জন্য 800mb এর একটি মুভি 4টি part করে দেওয়া থাকে । এখন এই মুভি দেখার জন্য এই 4টি part download করে part গুলোকে join করতে হবে । এখন part গুলো যদি .rar বা .zip ফাইল হয় তাহইলে সবগুলো part download করে winar বা winzip দিয়ে unzip / extract করতে হবে ।winzip এখান থেকে download করুন ।এক্ষেত্রে সবগুলো part এর নাম এক হইতে হবে ।আর part গুলো কি ধরনের তা জানার জন্য part এ right click করে propertise থেকে দেখতে পারেন ।আবার part গুলো যদি 001, 002, 003 .... type এর হয়ে থাকে তাহইলে  hjsplit দিয়ে part গুলো  join করতে হবে ।HJsplit এখান থেকে download করুন । download কৃত part গুলো একটি নতুন folder এ রাখি ।লক্ষ্য রাখতে হবে যেন এদের নাম এক হয় ।এবার hjsplit open করে join>INPUT FILE এ  part গুলো যে folder এ আছে তার address দেই । সবগুলো একি folder এ  থাকলেও input file এ শুধু 001 type file ধরা পড়বে এবং তা select  করতে হবে ।এবার join এ click করলে উক্ত folder এ পুরো movie join হয়ে যাবে ।
লক্ষ্যনীয় :প্রতিটি PART এর নাম এক হতে হবে এবং সবগুলো part  একি folder রাখতে হবে ।
কিছু কিছু movie এর পার্শে dual audio লেখা থাকে । dual audio movie দুইটা audio তে চালান যায় । এর জন্য media player clasic বা vlc player দিয়ে movie টি open করে উপরের play>audio>এ গিয়ে দুটি audio এর codec পাবেন ।এই codecদ্বয় আলাদা আলাদা select করে আপনি দুটি ভিন্ন ভিন্ন audio তে movie দেখতে পারবেন ।