Tuesday, December 18, 2012

যে কোন Slow ইন্টারনেটে YOUTUBE ভিডিও চালান কোন Buffering ছাড়া।

আমরা অনেকে Internet  speed কম থাকার কারনে youtube এর ভিডিও দেখতে পারিনা। Buffering হয়। আমি আজ আপনাদের শেখাবো কি করে Buffering ছাড়া youtube এর ভিডিও দেখবেন।
এরজন্য আপনাদের দুটি মিডিয়া প্লেয়ার লাগবে।
1. VLC Media Player
2. WINAMP
VLC Media Player ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
 নতুন ভার্সন থাকলে ভাল হয়। না থাকলে পুরনো দিয়ে চেস্টা করতে পারেন।
প্রথমে Winamp খুলুন।
1. Browser  এ click করুন।
2. এরপর address bar এ m.youtube.com লিখে enter চাপুন।
3. তারপর মোবাইল ভার্সন এ যদি না আসে তাহলে MOBILE এ ক্লিক করুন নিচের ছবি মত।


4. তারপর পছন্দ মত ভিডিও পেতে সার্চ বক্সে লিখে "Search" এ ক্লিক করুন।


 5. এরপর পছন্দের ভিডিও তে ক্লিক করে "watch video" তে মাউস এর right ক্লিক করে "copy shotcut" এ ক্লিক করুন।


 এবার VLC Media Player খুলে File এ ক্লিক করুন open এ "control" + "v" চাপুন (যেটি paste এর shortcut কম্যান্ড )। তারপর "play" চাপুন। ব্যাস !!


 VLC এর পর্দা ছোট করে নিন তাহলে দেখে মজা পাবেন।